এনএফবি, নিউজ ডেস্কঃ
সূচনার দিনেই দেশের ৪১ লক্ষ কিশোর কিশোরীকে করোনার টিকা দেওয়া হয়েছে। সোমবার থেকে দেশে ১৫-১৮ বছর বয়সীদের টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী এ দিন ৪১ লক্ষ ২৭ হাজার ৪৬৮ ডোজ কোভ্যাক্সিন টিকা দেওয়া হয়েছে। যার ফলে দেশে মোট টিকাকরণ ১৪৬ কোটি ৭১ লক্ষ ছুঁয়েছে।
কেন্দ্রীয় তথ্য অনুযায়ী সবচেয়ে বেশি টিকাকরণ হয়েছে মধ্যপ্রদেশ এবং গুজরাটে। মধ্যপ্রদেশে ৭ লক্ষ ৭১ হাজার ৬১৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। গুজরাটে ৫ লক্ষ ৫৫ হাজার ৩১২ ডোজ। পশ্চিমবঙ্গে সোমবার টিকাকরণ হয়েছে ১ লক্ষ ৩ হাজার ৫৬৪ জন কিশোর কিশোর কিশোরীর। সবচেয়ে কম ডোজ টিকা দেওয়া হয়েছে হরিয়ানায়। সেখানে ৬৬ হাজার ২১৭ ডোজ টিকাকরণ হয়েছে বলে জানা গেছে। এদিকে মঙ্গলবার দেশে ওমিক্রন ভ্যারিয়েন্ট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১,৮৯২জন। নয়া প্রজাতির থাবায় সবচেয়ে বেশি আক্রান্তের হদিশ মিলেছে মহারাষ্ট্রে, সেখানে আক্রান্ত ৫৬৮ জন। তারপরেই রয়েছে দিল্লি, সেখানে আক্রান্ত ৩৮২। মঙ্গলবার দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩৭৯ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ১ লক্ষ ৭১ হাজার ৮৩০ জন।