এনএফবি, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার অন্তর্গত হাপিনা গ্রামের একটি জলাশয়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল সোমবার।
জানা গেছে, হাপিনা গ্রামের বাসিন্দারা সোমবার সকালে গ্রামের একটি জলাশয়ে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ দেখতে পেলে বড়ঞা থানায় খবর দেয় ৷ বড়ঞা থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। বড়ঞা থানার পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে এবং অজ্ঞাতপরিচয় মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা করার পাশাপাশি ওই ব্যক্তির কিভাবে মৃত্যু হল তাও খতিয়ে দেখছে পুলিশ।