এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
২০১৩ সালে তৃণমূল পরিচালিত পুরবোর্ড থাকাকালীন কয়েক কোটি টাকা ব্যয় করে, ঢাকঢোল পিটিয়ে বালুরঘাটের সৌন্দর্যায়নের জন্য গ্রীন সিটি প্রকল্প চালু করা হয়েছিল। কিন্তু বর্তমানে বকলমে তৃণমূল কংগ্রেস পরিচালিত বালুরঘাট পুরসভার প্রশাসক মন্ডলীর উদাসীনতার অভাবে গ্রীন সিটির বেহাল দশা, এমনই অভিযোগ বালুরঘাট টাউন মন্ডল বিজেপি সভাপতি সুমন বর্মনের। তিনি আরও অভিযোগ করেন যে, গ্রীন সিটি প্রকল্পের আফ্রিকান গাছগুলি পরিচর্যার অভাবে প্রায় লুপ্ত। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী পাঁচ বছরে যেদিন একবার বালুরঘাট শহরে আসে, সেদিন বালুরঘাট পুরসভা তড়িঘড়ি মৃত গাছগুলিকে সতেজ করার জন্য রংচং করে। গ্রীন সিটি প্রকল্পের মূর্তিগুলো ধুলোবালি পড়ে বেহালদশা, প্রজাপতি না মৌমাছির মূর্তি চেনাই যায় না।” তিনি কটূক্তির স্বরে বলেন, “হরিণের শুধু দেহ আছে মাথা নেই, বিশ্ব বাংলার শুধু ‘ব’ আছে বিশ্ব নেই!” গ্রীন সিটি প্রকল্পকে রক্ষা করতে না পারলে প্রশাসক মন্ডলীর পদ থেকে অবসর নিয়ে তারা যেন সন্ন্যাস জীবনযাপন করে, বলে ক্ষোভ প্রকাশ করেন সুমন বর্মন।