এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর শহরের জোড়া মসজিদে সুফি সাধক হজরত সৈয়দ শাহ মুরশেদ আলী আলকাদেরী আলবাগদাদির ১২২তম বার্ষিক ঊরুষ উৎসবে যোগ দিতে বাংলাদেশের রাজবাড়ী থেকে ঊরুষ উৎসব একটি স্পেশাল ট্রেনের ২৪টি বগিতে মোট ২,১৬৫ জন তীর্থযাত্রী বাংলাদেশের রাজবাড়ী থেকে এসেছে। তার মধ্যে ১,২৭৫ জন পুরুষ, ৮৩০ জন মহিলা এবং ৬০ জন শিশু। সড়কপথে ও আকাশপথে আগে থেকে এসেছে। মোট প্রায় ২ হাজারের বেশি তীর্থযাত্রী।
বৃহস্পতিবার সকাল ৬টা ১০ মিনিটে মেদিনীপুর স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম এসে পৌঁছায় এই ট্রেন। করোনা আবহে গত দু’বছর বাংলাদেশের তীর্থযাত্রীরা উপস্থিত হতে পারেনি।
প্রসঙ্গত, বাংলাদেশ থেকে মেদিনীপুরের স্পেশাল ট্রেনের বন্দোবস্ত ১৯০৩ সালে প্রথম হয়েছিল। সেই রীতি মেনে আজও চলে আসছে।