স্থানীয়

বোমা বিস্ফোরণে হাত উড়ল যুবকের

এনএফবি,মুর্শিদাবাদঃ

বোমা বিস্ফোরণে হাত উড়ল এক যুবকের। আহত যুবকের নাম মুকলেস সর্দার ওরফে বাচ্চু (২৩)। বুধবার গভীররাতে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের মেহেদিপাড়া এলাকায়। ঐ খবর জানাজানি হতেই বৃহস্পতিবার সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা যায়, হঠাৎ রাতে বাড়ি থেকে বেরিয়ে যায় বাচ্চু। এলাকার মাঠেই বেশ কয়েকজন মিলে বোমা বাধার কাজ চালায়। বাড়ি ফেরার পথেই বিস্ফোরণ ঘটে। সেই বিস্ফোরণেই হাত উড়ে যায় মুকলেস সর্দার ওরফে বাচ্চুর। রাতেই আহত অবস্থায় বাড়ি ফিরে বাচ্চু। বর্তমানে বহরমপুরের এক বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন সে।

জখম বাচ্চু। নিজস্ব চিত্র

পরিবার সূত্রে জানাযায়, আগামী শুক্রবার কেরলে কাজে যাবার কথা ছিল বাচ্চুর। কিন্তু কি করে এ ঘটনা ঘটল তা তাদের বোধগম্য নয়। এবিষয়ে স্থানীয়রা জানান, এলাকায় তেমন গন্ডগোল নেই তবে পুরোনো আফজাল খুনের ঘটনার রেশ পড়লেও পড়তে পারে। অপরদিকে আফজাল খুনের ঘটনায় অভিযুক্ত মইদুল ইসলাম ওরফে মায়ার স্ত্রী চাইনা বিবি জানান, ছেলে – স্বামীকে খুন করার জন্যই বোমা বাঁধার কাজ চলছিল। ঘটনার পরপরই থমথমে এলাকা। পুলিশি টহলদারি রয়েছে এলাকায়।