স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ
উত্তরণেই ম্যাজিক। ঘরোয়া লিগ প্রথমবার খেলতে নেমেই সাফল্য পেয়েছে সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব। প্রথম ডিভিশন থেকে অভিষেক বছরেই প্রিমিয়ার ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। সেই সাফল্য উদযাপন করতে কোচ, ফুটবলারদের নিয়ে গেট টুগেদারের ব্যবস্থা করেছিল ক্লাব। আলিপুরের পাঁচতারা হোটেলে দলের সকলের জন্য ছিল মধ্যাহ্নভোজের ব্যবস্থা। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ তথা ক্লাবের প্রধান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি আইএসএলে খেলার ইচ্ছাপ্রকাশের পাশাপাশি প্রিমিয়ারে শক্তিশালী দল গড়ার কথাও জানিয়েছেন।
ফুটবলারদের আলাদা করে অভিনন্দন জানান অভিষেক। কোচ কিবু ভিকুনা-সহ সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করে অভিষেক। দলের সিনিয়র ফুটবলার অসীম বিশ্বাস বললেন, “প্রত্যেকের সঙ্গে আলাদা করে কথা বলে যেভাবে উৎসাহ দিয়েছেন, অভিনন্দন জানিয়েছেন উনি তাতে আমরা আপ্লুত।”
অভিষেক কথা দেন ব্যস্ত থাকলেও পরেরবার সময় করে দলের খেলা দেখতে আসবেন।
এদিন উপস্থিত ছিলেন ক্লাব সচিব মানস ভট্টাচার্য-সহ বাকি কর্তারাও। আগামী বছরেই আইএসএল খেলার জন্য বিড করা যায় কি না, জানতে চান সাংসদ। তবে শোনা যাচ্ছে প্রথমে ঘরোয়া লিগ তারপর দ্বিতীয় ডিভিশন আই লিগ আর তারপর আইএসএলর টার্গেট নিয়ে নামবে ডায়মন্ড হারবার দল। প্রসঙ্গত গতবার পুজোতে ক্লাবের উদ্বোধনে অভিষেক স্পষ্ট বার্তা দেন এই ক্লাবে রাজনীতি চলবে না।