ক্রীড়া

প্রথা মেনে ময়দানের দুই প্রধানের বার পুজো ঘিরে উদ্দীপনা

অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ

প্রথাগত ভাবেই ময়দানের দুই প্রধান ইস্টবেঙ্গল আর মোহনবাগানে হয়ে গেলো পয়লা বৈশাখের দিন বারপুজো।

শনিবার মোহনবাগানে সকাল ৮টায় এসে তাঁদের প্রধান গেট চুনী গোস্বামীর নামে উদ্বোধন হয়ে যায়। তেমন ইস্টবেঙ্গলেও হলো বারপুজো। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত যেমন জানালেন, তাঁদের নতুন করে কিছু চাওয়ার নেই যেদিন মোহনবাগান প্রতিষ্ঠা হয় সেদিন থেকেই তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলে। অন্যদিকে ইস্টবেঙ্গলে আইএসএল জয়ী কোচ সার্জিও লোবেরা কোচ হওয়ার কথা চলছে খুব তাড়াতাড়ি তাঁদের সঙ্গে নতুন কোচ যুক্ত হবেন বলে জানালেন লাল হলুদ শীর্ষকর্তা দেবব্রত সরকার।

ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিলেন ফেডারেশন সভাপতি কল্যাণ চৌবে ও রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। দুই প্রধান ছাড়াও এরিয়ান, উয়ারি, ভবানীপুরের মত ক্লাবও প্রতিবারের মত বারপুজো করে।