জেলাফিচার

বোর্ড গঠনে বাঁধা দেওয়ার অভিযোগ ওসি’র বিরুদ্ধে!অগ্নিগর্ভ পরিস্থিতি জলঙ্গিতে!

এনএফবি,নিউজ ডেস্কঃ

দীর্ঘ অপেক্ষার পরে শেষ হলো জলঙ্গীর ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন।

আর এই পঞ্চায়েতের উপপ্রধান গঠনের কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠল ওসি’র বিরুদ্ধে! তৃণমূল সংখ্যা গরিষ্ঠ আসন পেলেও প্রধান কে হবে তা নিয়ে বিবাদ বাধে বিধায়ক ও তৃণমূল জেলা যুব সভাপতি গোষ্ঠীর মধ্যে।
চরম উত্তেজনার পরিস্থিতি জলঙ্গিতে।ভোট গঠনের কাজ শেষ হতে লেট হওয়ায় জোট কর্মীরা রাস্তা অবরোধ করেন।

ফিরোজ আলী, নব নির্বাচিত প্রধান


তাদের মূল অভিযোগ প্রশাসন অর্থাৎ জলঙ্গি থানার ওসি পঞ্চায়েতের ভিতরে গিয়ে সদস্যদের প্রভাবিত ও ভোটাভুটির কাজে বাধা দেওয়ার চেষ্টা করছে।এই অভিযোগে অগ্নিগর্ভ পরিস্থিতি জলঙ্গিতে। শেষমেশ প্রধান নির্বাচিত হয় তৃণমূলের ফিরোজ আলী ও উপ প্রধান হোন কংগ্রেসের শরীফা বিবি যদিও প্রধান ফিরোজ আলীর দাবি উপ প্রধান তার আগের দিন বিধায়ক আব্দুর রাজ্জাকের হাত ধরে তৃণমূলে যোগ দিয়েছেন।

YouTube player