এনএফবি, নিউজ ডেস্কঃ
আগামী ২৮ এবং ২৯ জানুয়ারি দেশের বিভিন্ন কেন্দ্রে এসএসসি সিজিএল২০২০ টিয়ার-২(SSC CGL Tier 2) পরীক্ষা অনুষ্ঠিত হতে চলছে। ইতিমধ্যে এসএসসি(SSC) পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। এসএসসি-র বিভিন্ন রিজিওনাল ওয়েবসাইটে গিয়ে তা ডাউনলোড করতে পারবে চাকরিপ্রার্থীরা।
মনে রাখা জরুরিঃ
• নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ বাধ্যতামূলক। সময়ের পর হলে ঢোকার অনুমতি দেওয়া হবে না।
• প্রার্থীকে ২ টি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যেতে হবে।
• ছবি-সহ জন্ম তারিখ দেওয়া আসল বৈধ সরকারি পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। পরিচয়পত্রে উল্লিখিত জন্ম তারিখের সাথে অ্যাডমিট কার্ডে দেওয়া জন্ম তারিখ মিলতে হবে। না হলে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না।
• যদি সচিত্র পরিচয়পত্রে জন্ম তারিখ না থাকে তাহলে জন্ম তারিখের প্রমাণপত্রের নথি সঙ্গে রাখতে হবে।
অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পদ্ধতিঃ
• সরকারি ওয়েবসাইট ssc.nic.in বা রিজিওয়নাল ওয়েবসাইটে যেতে হবে।
• হোমপেজে দেখা যাবে অ্যাপ্লিকেশন স্টেটাস এবং অ্যাডমিট কার্ডের লিঙ্ক।
• নিজের লগ ইন ডিটেইলস দিন এবং সাবমিট করুন।
• টিয়ার ২ অ্যাডমিট কার্ড স্ক্রিনে চলে আসবে। সেটি ডাউনলোড করুন।
• অ্যাডমিট কার্ডের এক কপি প্রিন্ট আউট রেখে দিন
অ্যাডমিট কার্ড না পেলে কী করনীয়ঃ
যদি কোনও বৈধ আবেদনকারী অ্যাডমিট কার্ড না পান তাহলে ঘাবড়ানোর কিছু নেই। তাড়াতাড়ি প্রার্থীদের আবেদন খতিয়ে দেখে অ্যাডমিট কার্ড আপলোড করে দেওয়া হবে। তবে এবিষয়ে সরকারি ওয়েবসাইটে গেলেই জানা যাবে কীভাবে আবেদন করতে হবে।