ভুল হিন্দি বলাতেই অখিলেশের পরাজয়, নাম না করে মমতাকে কটাক্ষ দিলীপের

এনএফবি, পশ্চিম মেদিনীপুরঃ

“উত্তরপ্রদেশে নিতে গিয়ে উল্টোপাল্টা হিন্দি বলে ওখানে অখিলেশের দোকান বন্ধ করে দিয়েছে।” – উত্তরপ্রদেশে আজকের নির্বাচনের ফলাফল প্রসঙ্গে বলতে গিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক এভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি দিলীপ ঘোষ ।

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরাতে ঘাটাল সাংগঠনিক জেলার বৈঠকে যোগ দিতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ জানান,”মোদীজী চেয়েছিলেন কংগ্রেস মুক্ত ভারত, সেটা মানুষ বুঝেছেন। কংগ্রেসের পরিবারতন্ত্র রাজনীতি আস্তে আস্তে মুছে যাচ্ছে। ভারতবর্ষের যত দুর্নীতি, করাপশন, বিচ্ছিন্নতাবাদের জন্ম দিয়েছে কংগ্রেস। সাধারণ মানুষ যেমন দিল্লিতে এক্সপেরিমেন্ট করেছে আপকে দিয়ে, ঠিক সেই রকমই পাঞ্জাবেও সাধারণ মানুষ এক্সপেরিমেন্ট করছেন।” গোয়ার ফলাফল প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বলেন আমরা লাড্ডু খাব ওনারা লজেন্স খাবেন ।