আত্মঘাতী প্রাক্তন পুর চেয়ারম্যান ও তাঁর স্বামী, চাঞ্চল্য
এনএফবি, জলপাইগুড়িঃ
জলপাইগুড়ি পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান অপর্না ভট্টাচার্য ও তার স্বামী সুবোধ ভট্টাচার্যের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল।
প্রাথমিক তদন্তে অনুমান কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন এই দম্পতি। ২০০০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন অপর্না ভট্টাচার্য। ফরওয়ার্ড ব্লকের হয়ে নির্বাচিত হয়ে ছিলেন তিনি। পরে তৃণমূলে যোগদেন। আজ সকালে অসুস্থ অবস্থায় দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষনা করেন। অপর্না ভট্টাচার্যর স্বামী সুবোধ ভট্টাচার্য একসময় চাইল্ড ওয়েলফেয়ার কমিটির সদস্য ছিলেন। ডাবগ্রাম ফুলবাড়ির, বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির ভাই সুবোধ ভট্টাচার্য। ভাইয়ের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে খবর পেয়ে ছুটে এসেছেন শিখা দেবী।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
Pingback: পুলিশের বিরুদ্ধে দোষীদের আড়াল করার অভিযোগ - NF Bangla Private Limited