অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
এবার পাকিস্তান অধিনায়ক বাবর আজমের প্রশংসা করলেন প্রাক্তন পাকিস্তানি তারকা পেস বোলার ওয়াসিম আক্রম। এক সাক্ষাৎকারে আক্রম বলেন, “বাবরের সঙ্গে আমি পিএসএলে(পাকিস্তান সুপার লিগ) করাচি কিংসে কাজ করেছি। বিগত তিন বছরও ওর সঙ্গে আছি। আমি বাবরের কাজের ধরণ খুব পছন্দ করি। কখনও নিজের পারফরম্যান্সে তৃপ্ত নয়। এটা একজন নেতার পরিচয়।বাবরকে দেখেই বুঝেছিলাম যে, ওর যা ট্যালেন্ট আছে, তাতে করে ও নিশ্চিত ভাবে ধারাবাহিক পারফর্ম করবে। সেটা করছে। এই প্রজন্মর সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন বাবর। পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটারদের মধ্যে ওর নামও থাকবে।”