ক্রীড়া

সোনার ছেলের নামে ডাক বাক্স

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

দেশকে অলিম্পিকের ইতিহাসে ব্যক্তিগত বিভাগে দ্বিতীয় সোনা দিয়ে গর্বিত করেন নীরজ চোপড়া। ৮৬.৬৫ মিটার জ্যাভেলিন ছুঁড়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন তিনি। এরপর ফাইনালে প্রথম প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার জ্যাভেলিন ছুঁড়ে বাকিদের থেকে অনেকটাই এগিয়ে যান। তারপর দ্বিতীয় প্রচেষ্টায় ৮৭.৫৮ মিটার জ্যাভেলিন ছুঁড়ে সোনা নিশ্চিত করেন নীরজ। স্বাধীনতার পর ট্রাক অ্যান্ড ফিল্ডের মঞ্চে এটাই প্রথম সোনা জয় ভারতের। নীরজের গ্রামে অর্থাৎ পানিপথের খান্দ্রা গ্রামে ভারতীয় ডাক বিভাগের তরফে বসানো হল সোনালি রঙের ডাক বাক্স। তাতে খোদাই করে লেখা রয়েছে, “টোকিয়ো অলিম্পিক্স ২০২০-তে জ্যাভেলিনে সোনা জয়ী নীরজ চোপড়ার সম্মানে এই পোস্টবক্স স্থাপন করা হল।”

তবে ২০২০ টোকিওর সাফল্যের স্মৃতিকে পিছনে ফেলে এবার সামনে এগিয়ে যেতে চান নীরজ। সামনেই রয়েছে এশিয়ান গেমস, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, কমলয়েলথ গেমস। তাই নিয়ে এখন ক্যালির্ফোরনিয়ায় নীরজের প্রস্তুতি তুঙ্গে। কয়েকদিন আগে নীরজের ইচ্ছাতেই কোচের সঙ্গে ফেডারেশনের তরফে চুক্তির মেয়াদ বাড়ানো হয়।