জেলাফিচার

অনুপ্রবেশের জন্য দায়ি অমিত শাহ, দাবি ফিরহাদের

এনএফবি, মুর্শিদাবাদঃ

বহরমপুরে এসে ফিরহাদ হাকিম বললেন, বাংলায় অনুপ্রবেশের জন্য কেউ যদি দায়ি হয় সে হল অমিত শাহ। এর কারণে তিনি জানান, ” তার (অমিত শাহ) অপদার্থতার জন্য বর্ডার সিকিউরিটি ফোর্সকে তিনি চালাতে পারছেন না৷ যদি কোন অনুপ্রবেশ হয়ে থাকে তা বর্ডার সিকিউরিটি ফোর্সের জন্য। অনুপ্রবেশকারীরা প্রবেশের আগে বর্ডার ক্রস করে। আর বর্ডারটা বিএসএফের হাতে থাকে। এই কারণের জন্য অমিত শাহকে দায় স্বীকার করে রেজিংনেশন দেওয়া দরকার।”

উল্লেখ্য আজ মন্ত্রী ফিরহাদ হাকিম মুর্শিদাবাদ আসেন লালবাগে গ্যাস কান্ডে অসুস্থদের দেখতে। এদিন প্রথমে তিনি বহরমপুরের সার্কিট হাউসে আসেন সেখানে বিশ্রাম নিয়ে দলের সাংসদ, বিধায়কদের সঙ্গে সারেন প্রশাসনিক আলোচনা। উপস্থিত ছিলেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। এদিন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন,” গ্যাস কান্ডে অসুস্থদের হাসপাতালে দেখতে যাব। মুখ্যমন্ত্রী আমাকে এই জেলায় পাঠিয়েছেন। উনার লক্ষ্য আছে মুর্শিদাবাদ জেলার উপরে। কিভাবে গ্যাস কান্ডের দুর্ঘটনা ঘটেছে সেসব খতিয়ে দেখা হবে। পরবর্তীতে যাতে আর কোথাও এই ধরনের ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য থাকবে সরকারের।”

YouTube player