সাহসিকতার নজির হনুমার

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

রঞ্জি ট্রফিতে সাহসিকতার নজির গড়লেন অন্ধ্রপ্রদেশের ব্যাটার হনুমা বিহারি। ইন্দোরে মধ্যপ্রদেশ বনাম অন্ধ্রপ্রদেশের রঞ্জি কোয়ার্টার ফাইনাল ম্যাচে আবেশ খানের বাউন্সারে বুধবার বাঁ হাতের কব্জি ভাঙে হনুমার। তবু লড়াই ছাড়েননি। বাঁ হাতের কব্জি ভাঙায় তিনি ডান হাতে ব্যাট করেননি। এতে ফের চোট লাগার আশঙ্কা ছিল। তাই আশ্চর্যজনকভাবে বাঁ হাতে ব্যাটিং করেন হনুমা। নয় উইকেটে তিনশো তিপ্পান্ন হয়ে গিয়েছিল অন্ধ্রপ্রদেশ। তখনই মাঠে ফিরে বাঁহাতে ব্যাটিং শুরু করেন হনুমা। কার্যত এক হাতেই ব্যাট করেন।

লাঞ্চের সময় প্রায় দশ ওভার ব্যাটিং করে দশম উইকেটে ছাব্বিশ রান যোগ করেছিলেন হনুমা ও ললিত মোহন। আবেশকে বাউন্ডারিও মারেন হনুমা। সাতান্ন বলে সাতাশ রান করেন তিনি। হনুমার অবশ্য বাইশ গজে সাহসিকতার নিদর্শন এই প্রথম নয়। সিডনিতে হ্যামস্ট্রিংয়ে গুরুতর চোট নিয়ে আর অশ্বিনের সঙ্গে ব্যাটিং করে টেস্ট ম্যাচ বাঁচিয়েছিলেন হনুমা।