রাত বাড়লেই বন্ধ স্কুলে সমাজবিরোধীদের আসর, সমস্যা সামাধানের দাবিতে সরব স্থানীয়রা

এনএফবি, বালুরঘাটঃ

দীর্ঘদিন ধরে বন্ধ প্রাথমিক স্কুলে রাত বাড়লে আসর বসে সমাজবিরোধীদের। তাদের তান্ডবে এলাকায় চলাফেরা করা দায় বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনাটি বালুরঘাটের ২৪ নম্বর ওয়ার্ডের।

ছয় বছর আগে আচমকাই স্কুল বন্ধ করে দেয় প্রশাসন। ফলে বিপাকে এলাকার শিশুদের ভবিষ্যত। এলাকার বাসিন্দাদের দাবি, যদি প্রশাসন একান্তই স্কুল শুরু করতে এগিয়ে না আসে তবে সেই দায়িত্ব নিতে হবে পুরসভাকে।

মিনতি মালি, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

এ প্রসঙ্গে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন স্কুল খোলার কাজ পুরসভার নয়। কয়েকদিন আগে বিষয়টি তাদের নজরে আসে। তারপরেই পুরসভা থেকে খোঁজ খবর করা হয়। এরপর বিষয়টি জানানো হয়েছে জেলা প্রশাসনের যথাযোগ্য স্থানে। এই ব্যাপারে বাকি কাজ তারা করবে বলেই চেয়ারম্যান জানান।

যদিও এলাকাবাসিদের দাবি এলাকায় সুস্থ পরিবেশ ও এলাকার শিশুদের ভবিষ্যৎত গড়ে তুলবার জন্য বালুরঘাট পুরসভার এগিয়ে আসা উচিত। যেহেতু এলাকাটি বালুরঘাট পুরসভার অন্তর্গত।

অশোক মিত্র, চেয়ারম্যান বালুরঘাট পুরসভা। নিজস্ব চিত্র

এখন দেখার বিষয় এলাকার শিশুদের শিক্ষায় শিক্ষিত করে তুলবার দায় কার জেলা প্রশাসনের না বালুরঘাট পুরসভার। প্রাথমিক শিক্ষা সাংসদের চেয়ারম্যান সন্তোষ হাঁসদা বাইরে থাকায় উনার মতামত পাওয়া যায়নি।