অরিন্দমের নতুন ঠিকানা নর্থ ইস্ট

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

গত মরশুমে ইস্টবেঙ্গলে খেলেছিলেন বাংলার তারকা গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। হয়েছিলেন এসসি ইস্টবেঙ্গলের অধিনায়কও। কিন্তু তারপর এসসি ইস্টবেঙ্গলের হতাশাজনক পারফর্মেন্সে বড় প্রভাব পড়ে অরিন্দমের উপর। মরশুমের মাঝপথেই অধিনায়কত্ব ছেড়ে দেন তিনি। মাঠে ও মাঠের বাইরে নানা বিতর্কে জড়িয়ে পড়েন এই বঙ্গতনয়। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলে যে থাকবেন না অরিন্দম, তা নিশ্চিত ছিল। নর্থইস্ট ইউনাইটেড এফসি সই করে নিতে চলেছে আইএসএলের গোল্ডেন গ্লাভস জয়ী এই গোলকিপারকে। এই দলে ইতিমধ্যেই শুভাশিস রায় চৌধুরী, মির্শাদ মিচু ও সঞ্জীবন ঘোষ গোলকিপার হিসেবে রয়েছেন। এবার অরিন্দমের অন্তর্ভুক্তি ঘটতে চলেছে নর্থইস্ট ইউনাইটেডে। যোগ দেননি অরিন্দম। যার ফলে ইস্টবেঙ্গল সমর্থকদের আশা ছিল, হয়ত অভিমান ভুলে ইস্টবেঙ্গলের হয়েই খেলবেন অরিন্দম।কিন্তু তা আর হল না। যা খবর, নর্থইস্ট ইউনাইটেড এফসি সই করে নিতে চলেছে আইএসএলের গোল্ডেন গ্লাভস জয়ী এই গোলকিপারকে। এই দলে ইতিমধ্যেই শুভাশিস রায় চৌধুরী, মির্শাদ মিচু ও সঞ্জীবন ঘোষ গোলকিপার হিসেবে রয়েছেন। এবার অরিন্দমের অন্তর্ভুক্তি ঘটতে চলেছে নর্থইস্ট ইউনাইটেডে।

অন্যদিকে গত মরশুমটা তাঁর তেমন ভাল না কাটায় এ বার আর ঝুঁকি নিতে চান না গোলকিপার অরিন্দম ভট্টাচার্য। স্পেনে যাচ্ছেন প্রস্তুতি নিতে। সেখানে তিনি মাস খানেক মারবেয়া এফসি ক্লাবের প্রথম দলের সঙ্গে অনুশীলন করে তার পরে দেশে ফিরবেন। সবচেয়ে বড় কথা এই এক মাস স্পেনে অনুশীলন করতে যাওয়ার জন্য তিনি কোনও ক্লাব বা স্পনসরের আর্থিক পৃষ্ঠপোষকতা পাচ্ছেন না। পুরোপুরি ব্যাক্তিগত উদ্যোগে স্পেনে যাচ্ছেন নিজেকে ফর্মে ফিরিয়ে আনার উদ্দেশ্যে।