এনএফবি, বিনোদন ডেস্কঃ
প্রকাশিত হল অর্পণ-স্বীকৃতি অভিনীত ‘রাজা রাণী রোমিও’ ওয়েব সিরিজের প্রথম গান। শোনা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে এই ডিসেম্বরেই স্ট্রিমিং হবে জয়দীপ বন্দ্যোপাধ্যায় পরিচালিত এই সিরিজটি। ‘সাবমেরিন’ নামক সদ্য মুক্তিপ্রাপ্ত এই গানে সুরের চলন এবং চোখ জুড়ানো লোকেশনের পাশাপাশি অর্পণ-স্বীকৃতি জুটির রসায়ন দর্শকের মন কাড়বে। গানটি কথা সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন প্রাঞ্জল দাস। সঙ্গীতটির প্রযোজক ও গায়ক দীপ্তার্ক বসু।
রোমান্টিক থ্রিলারকে বিষয় করে নির্মিত ‘রাজা রাণী রোমিও’। যেখানে স্থানীয় প্রভাবশালী এক ব্যবসায়ীর স্ত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে এক ধাবা কর্মী। এই সিরিজে এক দিকে যেমন প্রেম আছে অন্যদিকে তেমনি আছে প্রতিশোধ এবং বিশ্বাসঘাতকতা। এই সিরিজে ছোট পর্দার জনপ্রিয় জুটি অর্পণ-স্বীকৃতির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়, রাতাশ্রী দত্ত-সহ অনান্যরা। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে এই ওয়েব সিরিজটি।