ক্রীড়া

ইন্দোরে ভারতকে উড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

অঘটন ঘটলো না। অনায়াসেই ইন্দোর টেস্ট ৯ উইকেটে জিতে নিল অস্ট্রেলিয়া। সিরিজ এখন ২-১। তৃতীয় দিন জয়ের জন্য ৭৬ রানের লক্ষ্য খুব একটা কঠিন হওয়ার কথা ছিল না। কিন্তু এদিন দ্বিতীয় বলেই সাফল্য রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন ফর্মে থাকা অজি ওপেনার উসমান খোয়াজা (‌০)‌ । অশ্বিনের বল তাঁর ব্যাটের কানা ছুঁয়ে উইকেটের পেছনে শ্রীকর ভরতের হাতে জমা হয়।শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া। প্রাথমিক ধাক্কা সামলে এরপর অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যান মারনাস লাবুশানে ও ট্রেভিস হেড। শুরুর দিকে অশ্বিন ও জাদেজার স্পিনের সামনে দারুণ সতর্ক ছিলেন এই দুই অজি ব্যাটার। অশ্বিনকে এক ওভারে একটা চার ও ছয়ও মারেন। এই ওভারেই আত্মবিশ্বাস পেয়ে যান।এরপর আর আটকানো যায়নি লাবুশানে ও হেডকে। ১৮.‌৫ ওভারে ১ উইকেট হারিয়ে ৭৮ রান তুলে টেস্ট জিতে নেয় অস্ট্রেলিয়া। ট্রেভিস হেড ৪৯ ও মারনাস লাবুশানে ২৮ রান করে অপরাজিত থাকেন। আড়াই দিনেরও কম সময়ে শেষ টেস্ট। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কোয়ালিফাই করলো অস্ট্রেলিয়া। একইসঙ্গে ভারতের চতুর্থ টেস্ট নরেদ্র মোদী স্টেডিয়ামে জিততেই হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে হলে।

YouTube player

1 thought on “ইন্দোরে ভারতকে উড়িয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়া

Comments are closed.