আইপিএল খেলতে চেন্নাই পৌঁছে গেলেন ধোনি
এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
আইপিএলের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। এবার শুধুই ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা। প্রায় তিন বছর পর ফের স্বমহিমায় ঘরের মাঠে ফিরতে চলেছে আইপিএল।আইপিএলের ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে।
বৃহস্পতিবারই চেন্নাই সুপার কিংস শিবিরে যোগ দিলেন মহেন্দ্র সিং ধোনি। এবার শুধুই ক্যাপ্টেন কুলের মাঠে নামার অপেক্ষায় সকলে। আগামী ৩১ মার্চ শুরু হতে চলেছে আইপিএল।
শোনা যাচ্ছে এবারই নাকি কেরিয়ারের শেষ আইপিএল খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। তাঁকে ঘিরে যে উন্মাদনা তুঙ্গে থাকবে তা বলাই বাহুল্য।
আইপিএলের উদ্বোধনী ম্যাচেই গতবারের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নামছে চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচেই হার্দিক পান্ডিয়া বনাম ক্যাপ্টেন কুলের লড়াই ঘিরে চর্চা যে তুঙ্গে তা বলার অপেক্ষা রাখে না। সেইসঙ্গে এই আইপিএলই হয়ত খেলোয়াড় হিসাবে ধোনির শেষ আইপিএল হতে চলেছে। কেরিয়ারের শেষ আইপিএলকে তিনি যে স্মরণীয় করে রাখতে চাইবেন তাও যথেষ্ট স্পষ্ট। সেই লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার চেন্নাই সুপার কিংস শিবিরে পা রাখলেন মহেন্দ্র সিং ধোনি।
আইপিএল কেরিয়ারের সায়াহ্নে চ্যাম্পিয়নের তকমা নিয়ে ধোনি মাঠ ছাড়তে পারেন কিনা সেটাই এখন দেখার।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।