অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
অস্ট্রেলিয়াই পারে! চলতি বছরে টি২০ বিশ্বকাপ জয় থেকে শুরু করে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি অ্যাশেজেও (২-০) দুরন্ত ছন্দে রয়েছে অজি শিবির। তা সত্ত্বেও কোচ বদল করতে চাইছে ক্রিকেট অস্ট্রেলিয়া। রবিবার এক সাক্ষাৎকারে নিক বলেন, ” জাস্টিনের প্রশিক্ষণে দল দুর্দান্ত ছন্দে থাকলেও দলের খেলোয়াড়েরা তাঁর প্রশিক্ষণ পদ্ধতি মোটেই ভাল নয় বলে দাবি করছেন। তাই এই বিষয়টি নিয়ে আমাদের একটি আলোচনায় বসতে হবে”। এখনও পর্যন্ত কোচ জাস্টিনের চুক্তির মেয়াদ শেষ হতে বেশ কিছুদিন বাকি। আগামী বছর মার্চ-এপ্রিল মাসের দিকে পাকিস্তানের বিরুদ্ধে আয়োজিত সিরিজের সময়কাল পর্যন্ত তাঁর চুক্তির মেয়াদ রয়েছে। শোনা যাচ্ছে তিন ফরম্যাটে তিনজন কোচ রাখবে অজিরা।