এনএফবি, মুর্শিদাবাদঃ
জেলার বিএড প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক, শিক্ষিকাদের ‘এ’ ক্যাটাগরির মর্যাদার দাবিতে ও বেতন বৈষম্য দূরীকরণের আর্জি নিয়ে মুর্শিদাবাদ জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে হাজির হলেন বিএড প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকরা।
তাদের দাবি, শিক্ষাগত যোগ্যতা অনুসারে তাদের ক্যাটাগরি নির্ধারণ করার কথা থাকলেও তা করা হয়নি। পাশাপাশি বেতন বৈষম্যের কারণে নানাবিধ সমস্যায় পড়তে হচ্ছে তাদের। যদিও তাদের সমস্যা বারবার সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলেও এখনও পর্যন্ত সমস্যার কোনও সমাধান মেলেনি।
মূলত এই দুটি দাবি নিয়ে মঙ্গলবার দুপুরে বহরমপুরের পঞ্চাননতলায় জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদে হাজির হন বিভিন্ন বিদ্যালয়ে কর্মরত বিএড প্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকবৃন্দ।