স্থানীয়

বস্তি এলাকায় বাইসন!

এনএফবি, শিলিগুড়িঃ

বস্তি এলাকায় ঢুকে এল বাইসন!রবিবার ঘটনাটি ঘটেছে ডাবগ্রাম ২ অঞ্চলের নেপালি বস্তি এলাকায় এই ঘটনায় ব্যাপক উত্তেজিত এলাকাবাসী।

জানা গেছে, এ দিন স্থানীয়রা প্রথমে বাইসনটিকে দেখতে পান। তারপর বন দফতরে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বৈকুণ্ঠপুর ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের বন কর্মীরা। এরপর বন কর্মীরা গোটা এলাকায় তল্লাশি শুরু করে। এর পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক করতে মাইকিং ও করা হয়েছে। তবে এখনও পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি বাইসনটির। যদিও গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে বনকর্মীরা।