রাজ্যলেটেস্টসংবাদ

চমকহীন প্রার্থী তালিকা ঘোষণা পদ্মশিবিরের

এনএফবি, কলকাতাঃ

আসন্ন চার পুরনিগমের নির্বাচন। তার মধ্যে শুক্রবার বিধাননগর, আসানসোল, চন্দননগরের প্রার্থী তালিকা ঘোষণা করল পদ্ম শিবির। এদিনে দলের রাজ্য দফতরে প্রার্থী তালিকা প্রকাশ কর্মসূচিতে উপস্থিত ছিলেন শমীক ভট্টাচার্য, সাংসদ অর্জুন সিং এবং প্রতাপ বন্দ্যোপাধ্যায়। চমকহীন এই প্রার্থী তালিকায় বিজেপির দাবি স্থানীয়দের প্রাধান্য দেওয়া হয়েছে। আজ প্রার্থী তালিকা প্রকাশের আগে রাজ্য কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার-সহ অনান্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

রাজ্য নির্বাচন কমিশন ঘোষিত চার পুরনিগমের ভোট নির্ঘন্ট অনুযায়ী আগামী ২২ জানুয়ারি নির্বাচন ২৫ তারিখ ফল ঘোষণা। ইতিমধ্যে রাজ্যের শাসক তৃণমূল চার পুরনিগমের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। বামেরা শিলিগুড়ি ও চন্দননগরের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে।

প্রার্থী তালিকা ঘোষণা করলেও ওমিক্রন আবহে পুর নির্বাচন পিছনোর দাবি তুলেছে বিজেপি। যদিও বিজেপির এই দাবিকে কটাক্ষ করে তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় বলেছেন, “বাকি পাঁচ রাজ্যেও কী ভোট পুনর্বিবেচনার দাবি জানাবে বিজেপি। সেটাও দেখার।”