এনএফবি, বিনোদন ডেস্কঃ
লোভের মায়াজাল থেকে নিয়তির করুণ পরিণতি- প্রশ্নের উত্তর নিয়ে জানুয়ারিতেই ওটিটি প্ল্যাটফর্মে আসতে চলছে পরিচালক জন হালদারের নতুন ওয়েব সিরিজ ‘৩৬ঘন্টা’। বৃহস্পতিবার বিকেলে ক্লিক স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে প্রকাশিত হল নতুন এই সিরিজের ট্রেলার। প্রকাশিত ট্রেলারেই দেখা গেল টানটান উত্তেজনা।
আর্থিক সমস্যায় জর্জরিত এক ব্যবসায়ী দুর্ঘটনাগ্রস্থ গাড়ির ডিকি থেকে কাকতালীয়ভাবে পেয়ে যায় টাকার সন্ধান। কিন্তু আকস্মিক সমাধান তার জীবনকে কোন পথে নিয়ে যায় তা ঘিরেই এই সিরিজের গল্প। অপূর্ব লোকেশনে গভীর রহস্যের ইঙ্গিত মিলেছে ট্রেলারে।
এই সিরিজে অভিনয় করেছেন কৌশিক রায়, প্লাবন বসু, রিয়া গাঙ্গুলি, দেবশ্রী রায়, সোমনাথ চক্রবর্তী। চিত্রনাট্য ও ডায়ালগ রচনা করেছেন সঞ্জয় ভট্টাচার্য। সিরিজটির সৃজনশীল পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছেন প্লাবন বসু। প্রযোজনা করেছেন জন হালদার। জানুয়ারিতেই ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুরু হবে বলে জানা গেছে।