জেলালেটেস্ট

[:en]অবৈধ দোকান নির্মাণে বাধা[:]

[:en]

এনএফবি, মুর্শিদাবাদঃ

বহরমপুরে অবৈধ দোকান তৈরিতে বাধা কংগ্রেসের। রবিবার দুপুরে বহরমপুর পুরসভার ২১নং ওয়ার্ডের লালদীঘি সংলগ্ন এফসিআই গোডাউনের পাশের রাস্তায় অবৈধ নির্মাণে বাধা দিল কংগ্রেসের নেতাকর্মীরা।

অবৈধ নির্মাণে বাধা দিতে গেলে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে কংগ্রেস নেতাকর্মীদের বাকবিতন্ডা শুরু হয়। বহরমপুর থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ২১নং ওয়ার্ডের তৃণমূল ওয়ার্ড সভাপতি বিপ্লব কুন্ডু জানিয়েছেন এই রাস্তা খুব ব্যস্ততম রাস্তা নয় তাছাড়া এখানে পুরাতন নির্মাণ ছিল সেই নির্মাণের ওপরেই সাধারণ মানুষের কথা ভেবে কিছু দোকানের ব্যবস্থা করা হচ্ছিল। এলাকার মানুষের কোন অভিযোগ ছিল না। কংগ্রেস নেতাকর্মীরা ঝামেলা করার জন্য এই নির্মাণে বাধা দিচ্ছে।

নিজস্ব চিত্র

অন্যদিকে বহরমপুর পুরসভার বিরোধী দলনেতা তথা ৪নং ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর হিরু হালদার জানিয়েছেন, ব্যস্ততম রাস্তার পাশে কোন অবৈধ নির্মাণ হবে না। তৃণমূল কংগ্রেস গায়ের জোরে যা ইচ্ছা তাই করতে পারেনা। কোন জায়গায় কোন অবৈধ নির্মাণ হলে কংগ্রেস তার প্রতিবাদ করবে। এখানেও কংগ্রেস এই প্রতিবাদ করছে। অবিলম্বে এই অবৈধ নির্মাণ বন্ধ করতে হবে।

YouTube player
[:]