এনএফবি ব্যুরো, নিউজ ডেস্কঃ
আজ শুক্রবার ভোর ৫ টা ১৫ মিনিট নাগাদ কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভূকম্পন অনুভূত হয়। শুধু পশ্চিমবঙ্গ নয় এই ভূমিকম্পের জেরে অসম, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম এবং প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও কম্পন অনুভব করা গেছে।
রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.১ এবং স্থায়ীত্ব ৩০ সেকেন্ড। কম্পনের মাত্রা রিখটার স্কেলে ৬ অতিক্রম করায় বিশেষজ্ঞদের মতে এই ভূমিকম্পকে অতিরিক্ত তীব্র হিসাবেই ধরা হচ্ছে।
ন্যাশনাল সেন্টার ফর সেসমলজির তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎসস্থল মিজোরামের থেনজন থেকে ৭৩ কিমি দূরের ভারত মায়ানমার সীমান্তে। তবে এখনও পর্যন্ত বড়সড় কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
An earthquake of magnitude 6.1 occurred today around 5:15 am at 73km SE of Thenzawl, Mizoram:
— ANI (@ANI) November 26, 2021
National Center for Seismology pic.twitter.com/Bz6dQf1SuJ