ফল ঘোষণার মাঝেই লাঠ্যাষৌধি প্রয়োগের নিদান বিকাশের

বিকাশ রঞ্জন ভট্টাচার্যের

এনএফবি, কলকাতাঃ

ফল ঘোষণার মধ্যেই বিতর্কিত মন্তব্য কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্যের। এদিন তিনি তাঁর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লেখেন,” পুর নির্বাচনের ফলাফল নিয়ে অযথা সময় নষ্ট করবেন না। পুর নির্বাচন একটা শিক্ষা দিল, পুলিশ প্রশাসনের উপর ভরসা করে অধিকার রক্ষা করা যায় না। বিশেষ করে যে প্রশাসনের মাথায় রয়েছে দুর্নীতিগ্রস্থ ব্যক্তি। আত্মরক্ষার্থে ও অধিকার রক্ষার্থে শক্ত হাতে লাঠি ধরতে হবে। আজকাল সাধারণ মানুষ এমনকি উকিলরা পর্যন্ত গুন্ডাদের ভয়ে থানায় যেতে ভরসা করেন না। থানাও নাকি গুন্ডাদের পক্ষে সওয়াল করে। তাই, শক্ত হাতে সংগঠিত হয়ে লাঠ্যাষৌধি প্রয়োগ করতে হবে।”

সিপিএমের রাজ্যসভার সাংসদের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যে রাজনৈতিক মহলে বিতর্ক দানা বেঁধেছে।