অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
বিরাট কোহলির বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিসিসিআই। স্পষ্ট একথা জানান বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার সৌরভের দাবি উড়িয়ে বিরাট জানান যে বোর্ড কর্তাদের কেউ তার কাছে টি২০ ক্যাপ্টেন্সি না ছাড়ার অনুরোধ করেননি। তিনি দেড় ঘন্টা আগে জানতে পারেন যে ওয়ানডের ক্যাপ্টেন্সি থেকে তাকে সরানো হচ্ছে। ফলে সৌরভ মিথ্যা প্রমানিত হন। এরপরে সৌরভ জানান,”খুবই সিরিয়াস বিষয়, বোর্ড ঠিক সময়ে ব্যবস্থা নেবে।” সূত্রের খবর বিরাট কে বোর্ড শোকজ করবে।