এনএফবি, মালদাঃ
পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা উদ্ধার। রতুয়ার চাঁদমণি বালুপুর গ্রামে চাষের জমিতে ৫০টির মতো কৌটো বোমা পড়ে থাকতে দেখা যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে, ঘটনাস্থলে পৌঁছয় রতুয়া থানার পুলিশ ও বোম্ব ডিসপোজাল স্কোয়াড। একে একে সমস্ত বোমাগুলিকে নিষ্ক্রিয় করা হয়। রতুয়ার চাঁদমণি বালুপুর গ্রামের চাষের জমিতে ৫০টির মতো কৌটো বোমা পড়েছিল বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে যায় রতুয়া থানার পুলিশ ও বম্ব ডিসপোজাল স্কোয়াড। একে একে সবক’টি বোমা নিষ্ক্রিয় করা হয়।
স্থানীয়দের ধারণা, পঞ্চায়েত ভোটের আগে বিশেষ উদ্দেশ্যে বোমা মজুত করা হয়েছিল। কে বা কারা বোমা মজুদ করেছিল খতিয়ে দেখছে পুলিশ। সপ্তাহখানেক আগে রতুয়ারই নুরপুর ব্রিজ এলাকায় হানা দিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। গ্রেফতার করা হয় মালদার ভুতনির বাসিন্দা রূপকুমার মাহাতো নামে এক ব্যক্তিকে।