ক্রীড়া

ইডেনে দর্শক অনুমতি চেয়ে বোর্ডকে চিঠি সিএ‌বি’র

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

আগামী বুধবার থেকে শুরু হচ্ছে ইডেনে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজ তিন ম্যাচের টি২০ সিরিজ। বিসিসিআই (Bcci) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে করোনার প্রকোপের জন্য ইডেনে দর্শক ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু থেমে নেই সিএবি কর্তারা। এদিন বিসিসিআই (Bcci) কে চিঠি দিয়ে ইডেন ম্যাচে দর্শক প্রবেশ করার অনুমতি চাইল সিএবি। চিঠিতে রাজ্যের বর্তমান করোনা পরিস্থিতি অনেক ভালো। একইসঙ্গে গত নভেম্বর মাসে নিউজিল্যান্ড ম্যাচ যে সিএবি দর্শক নিয়ে সফলভাবে আয়োজন করেছিল সেই তথ্য তুলে ধরা হয়। প্রসঙ্গত, যেহেতু ওয়ান ডে সিরিজে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে করোনার জন্য দর্শক ঢুকতে দেয়নি বোর্ড। সেই কারণে গত সপ্তাহে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানান,“বোর্ড দর্শকদের প্রবেশের অনুমতি দিয়ে ক্রিকেটারদের সুরক্ষার সঙ্গে আপস করতে পারবে না। কারণ বোর্ড বায়োবলয় অনেক কষ্ট করে গড়ে তুলেছে। আর সিএবি আজীবন সদস্য বা সদস্যদের জন্য যে স্ট্যান্ড, সেখানেও কোনও টিকিট দেওয়া হবে না। অন্য জায়গা ব্যবস্থা করা হবে। এটা ঠিক আমরা পশ্চিমবঙ্গ সরকারের থেকে মাঠে দর্শক আনার অনুমতি পেয়েছি। কিন্তু বিসিসিআই (Bcci) ক্রিকেটারদের স্বাস্থ্য এবং নিরাপত্তা নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না। সেই কারণে আহমেদাবাদেও ওয়ানডে সিরিজে কোনো দর্শক থাকবে না। বিভিন্ন জায়গায় বিভিন্ন নিয়ম করার পক্ষপাতি নয় বোর্ড।” ৭৫ শতাংশ দর্শক নিয়ে স্টেডিয়ামে ম্যাচ আয়োজন করা যাবে। জানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই তাঁকে ধন্যবাদ জানিয়েছেন সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া।মুখ্যমন্ত্রীর ঘোষণার পরে ইডেনে ম্যাচের টিকিট ছাপানোর আয়োজন করার প্রস্তুতি নেন সিএবি কর্তারা। সভাপতি অভিষেক ডালমিয়া মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়ে জানান,”রাজ্যজুড়ে খেলাধুলো ফের চালু করা এবং স্টেডিয়ামে ৭৫ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ।গত নভেম্বরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটি টি২০ ম্যাচ আয়োজন করেছিল সিএবি। ইডেনে হওয়া সেই ম্যাচে ক্রিকেটারদের জন্য জৈবদুর্গ ছিল এবং ৭০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। সিএবি আশাবাদী, এবারও তারা সফল ভাবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি টি২০ ম্যাচ আয়োজন করতে পারবে।” আগামী ১৬, ১৮,২০ ফেব্রুয়ারী হবে ইডেনে তিনটে টি২০ ম্যাচ।