জেলা

খাঁচা বন্দি ভাল্লুক

এনএফবি, আলিপুরদুয়ারঃ

উত্তর মেন্দাবাড়ি এলাকা থেকে একটি বড় ভাল্লুককে উদ্ধার করল বনদফতর। আরেকটি ছোটো ভাল্লুকের তল্লাশি চলছে। মঙ্গলবার সকালে উত্তর মেন্দাবাড়ি এলাকায় দুটো ভাল্লুক দেখতে পায় এলাকার বাসিন্দারা। ভাল্লুকটি এলাকার এক বাসিন্দার শূকরও টেনে নিয়ে যায়।
উল্লেখ্য, লাগাতার দুই দিন ধরে উত্তর মেন্দাবাড়ি এলাকায় ভাল্লুকের আতঙ্ক চলছে গত পরশু রাতেও ভাল্লুক একজন বাসিন্দার শূকর টেনে নিয়ে। এদিন বাসিন্দারা দেখতে পায় ভাল্লুকটি উত্তর মেন্দাবাড়ির গ্ৰামে ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছে। বনদফতরে খবর দিলে চিলাপাতা রেঞ্জের বনকর্মীরা পৌছে পুরো এলাকা নেট দিয়ে ঘিরে দেওয়া হয়। পরবর্তীতে চিলাপাতা থেকে কুনকি হাতি নিয়ে আসা হয়। এদিকে বনকর্মীরা একটি বড় ভাল্লুককে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে কাবু করে এবং বড় ভাল্লুককে উদ্ধার করে। ওই ছোটো আরেকটি ভাল্লুকের খোঁজে তল্লাশি চলছে বলে জানা যায়।