এনএফবি, কোচবিহারঃ
জলপাইগুড়ির কোরক হোমে মৃত কিশোরের বাড়িতে তদন্তে এল সিবিআইয়ের দল। এ দিন কোচবিহার ১ ব্লকের টাপুরহাট এলাকায় ওই কিশোরের বাড়িতে আসে সিবিআইয়ের তিন সদস্যের একটি দল। তারা মৃতের মা ও পরিবারের অন্যদের সঙ্গে কথা বলে। প্রায় ঘণ্টা তিনেক কথা বলার পর দলের সদস্যরা বাড়ি থেকে বেরিয়ে যান। যদিও তাঁরা সংবাদ মাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি।
জানা গেছে, সিবিআই আধিকারিকরা এদিন তাঁর ছেলের মৃত্যুর প্রসঙ্গে জানতে চান। এদিন পরিবারের লোকজন ওই সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং তাদের ছেলের ধরা পড়া থেকে শুরু করে হোমে মৃত্যু, সমস্ত ঘটনা বিস্তারিত জানিয়েছেন বলে জানা গেছে।
পরিবারের লোকের দাবি, ছেলের দেহ ফের ময়নাতদন্ত ও উচ্চপর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর আরও দাবি করেন যে, সিবিআই আধিকারিকরা তাঁদের বলেছেন দু-দিন সময় দিতে। এরমধ্যে দেহ তুলে ময়নাতদন্ত করা হবে।