আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন
এনএফবি, বালুরঘাটঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে জেলা জুড়ে মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে হিলি সীমান্তের শূন্য রেখায় ভারত বাংলাদেশের সাহিত্য অনুরাগীরা যৌথভাবে ভাষা দিবস পালন করেন।
পাশাপাশি এ দিন বালুরঘাট শহরে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়। একইসঙ্গে প্রভাতী সাহিত্য দর্পণ সংস্থার উদ্যোগে বালুরঘাটে চকভবানী কালীবাড়ি এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বরচিত কবিতা পাঠ, বক্তব্য, নৃত্য, আবৃত্তি পাঠের মধ্য দিয়ে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
সংস্থার সম্পাদক ধীমান দাস জানিয়েছেন, ভাষা সংখ্যা প্রকাশের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।