ক্রীড়া

রোহিতদের হারে চাকরি গেলো চেতন শর্মার নির্বাচক কমিটির

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

টি টোয়েন্টি বিশ্বকাপ আর গত এশিয়া কাপে ভারতের হারের জের। ভারতের পাঁচ সদস্যের নির্বাচক কমিটিকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। এই বরখাস্ত হওয়া নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার চেতন শর্মা। এছাড়া বাকি সদস্যেরা হলেন সুনীল যোশী, দেবাশিষ মোহান্তি, হরবিন্দর সিং। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা সম্ভবত এই প্রথমবার ঘটল। যেখানে দলের খারাপ পারফরম্যান্সের কোপ নির্বাচকদের উপর গিয়ে পড়ল এবং ঘটনাটি নিয়ে আপাতত গোটা ক্রিকেট বিশ্ব স্তম্ভিত।

অনেকে মনে করছেন এই কমিটি যেহেতু প্রাক্তন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিল সেই কারণে চাকরি গেলো তাঁদের। আবার অনেকে তাঁদের ভুল সিদ্ধান্ত গুলোকে সামনে আনছেন। খুব তাড়াতাড়ি নতুন কমিটির নাম জানানো হবে।

নতুন নির্বাচক কমিটি মনোনয়নের জন্য বিসিসিআইয়ের তরফে বিজ্ঞাপন দেওয়া হয়েছে।