এনএফবি, মুর্শিদাবাদঃ
মঙ্গলবার গভীর রাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের।
মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার খড়গ্রাম থানার কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার গতকাল অর্থাৎ মঙ্গলবার রাত্রে ডিউটি শেষে বাড়ি ফেরার পথে খড়গ্রাম এলাকায় পথ দুর্ঘটনায় প্রান হারান। পুলিশ জানিয়েছে মৃত সিভিক ভলেন্টিয়ার এর নাম সাইফুল্লাহ শেখ ওরফে রেন্টু শেখ বাড়ি খড়গ্রাম থানার নগর এলাকায়। বুধবার মৃত সিভিক ভলেন্টিয়ার রেন্টু শেখের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতাল মর্গে পাঠিয়েছে খড়গ্রাম থানার পুলিশ। পুলিশ সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় সহকর্মী ও পরিজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।