এনএফবি, কলকাতাঃ
আগামী ৯ জানুয়ারি রবিবার কলেজ সার্ভিস কমিশনের পরিচালনায় হতে চলেছে অধ্যাপক নিয়োগের পরীক্ষা স্টেট লেবেল এলিজিবিলিটি টেস্ট (সেট) ৷ তবে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় আজ এই পরীক্ষা স্থগিত করার জন্য সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস অ্যান্ড সেক্যুলারিসম অর্থাৎ সিপিডিআরএস -র পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয় ৷
জানা গেছে, সিপিডিআরএস-র তরফ থেকে অধ্যাপক গৌরাঙ্গ দেবনাথ আজ পরীক্ষা স্থগিত রাখার জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আবেদন জানান ৷ গতকালই রাজ্যে সংক্রমণের হার ১৮ হাজার পেরিয়ে গেছে ৷ এমতাবস্থায় রাজ্যের প্রায় ৮৫ হাজার পরীক্ষার্থী আগামী কাল অধ্যাপক নিয়োগের পরীক্ষায় অংশ গ্রহণ করবে ৷ তাছাড়া এই পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন করতে শিক্ষক- অশিক্ষক কর্মচারীদের ও পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে ৷ফলে আর ও বেশি সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে ৷ তাই তা অবিলম্বে বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আজ এই আবেদন জানানো হয় ৷