রাজ্যলেটেস্ট

রাত পোহালে সাগরদিঘী বিধানসভা কেন্দ্র উপনির্বাচন, তুঙ্গে প্রশাসনিক তৎপরতা

এনএফবি, মুর্শিদাবাদঃ

২৭ ফেব্রুয়ারি, সোমবার সাগরদিঘি বিধানসভা আসনে উপনির্বাচন। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সাগরদিঘি কামদাকিঙ্কর স্মৃতি মহাবিদ্যালয়কে ডিসি আরসি কেন্দ্র করা হয়েছে। রবিবার সকাল থেকে ভোটকর্মীরা ডিসিআরসি কেন্দ্রে আসতে শুরু করেন। ভোটগ্রহণ সংক্রান্ত সামগ্রী নিয়ে নিজেদের বুথের উদ্দেশ্যে রওনা দেন। উপনির্বাচন উপলক্ষ্যে সাগরদিঘি বিধানসভা এলাকাকে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে। নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে ভোটগ্রহণ পর্ব সম্পন্ন করার জন্য সমস্ত পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

রবিবার সকালে ডিসিআরসি কেন্দ্র পরিদর্শন করেন জঙ্গিপুর মহকুমা শাসক তিঞ্জন শেখর। তিনি বলেন, সাগরদিঘি বিধানসভায় মোট ভোটার প্রায় ২ লক্ষ ৪৭ হাজার। পুরুষ ভোটার প্রায় ১ লক্ষ ২৫ হাজার এবং মহিলা ভোটার ১ লক্ষ ২২ হাজার। তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন। মোট পোলিং স্টেশন ২৪৬ এবং পোলিং স্টেশন লোকেশন ১৪৬। প্রতিটি বুথে সিআরপিএফ জওয়ান থাকবে। ভোট চলাকালীন নাকা চেকিং-এর পাশাপাশি ফ্লাইং স্কোয়াড নজরদারি চালাবে। প্রায় প্রতিটি বুথে সিসি ক্যামেরার নজরদারিতে ভোট হবে।