ফিচারস্থানীয়

অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরি- প্রাণ গেল মুমূর্ষু রোগীর! অভিযোগ

এনএফবি, মুর্শিদাবাদঃ

অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরিতে প্রাণ গেল এক মুমূর্ষ রোগীর, উত্তপ্ত হয়ে উঠল সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।

জানা যায়, সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে এক মুমূর্ষ রোগীকে কলকাতার বেসরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়ার সময় অন্যান্য অ্যাম্বুলেন্স চালকদের দাদাগিরিতে বলি হল ডায়ালিসিসের এক মুমূর্ষ রোগী। প্রসঙ্গত উল্লেখ্য রোগীর পরিবারের পক্ষ থেকে পরিচিত একটি অ্যাম্বুলেন্স ঠিক করা হয়েছিল সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে রোগীকে কলকাতা নিয়ে যাওয়ার জন্য, তবে সেই অ্যাম্বুলেন্স সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অ্যাম্বুলেন্স গ্যারেজের লাইনে ছিল না, তাতেই আপত্তি অন্যান্য অ্যাম্বুলেন্স চালকদের, লাইনে না থাকা সত্ত্বেও সে কেন অ্যাম্বুলেন্সে করে রোগীকে নিয়ে যাবে এই নিয়ে প্রথমে বাকবিতণ্ডা তৈরি হয় অ্যাম্বুলেন্স চালকদের মধ্যে, পড়ে দুবার অ্যাম্বুলেন্সের সামনে ব্যারিকেটিং করে অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার চেষ্টা করে অন্যান্য অ্যাম্বুলেন্স চালুকরা এবং রোগীর পরিবারকে মারধর করে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অন্যান্য অ্যাম্বুলেন্স চালকরা বলে অভিযোগ, এই খামখেয়ালিপোনার জন্য রোগীকে কলকাতা নিয়ে যেতে বেশ কিছুটা বিলম্ব হয়। আর জার জেরে কলকাতা নিয়ে যাবার সময় রাস্তাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই রোগী, রাস্তাতেই ওই রোগীর মৃত্যু হবার পর কলকাতা না গিয়ে ফের সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মৃত দেহ নিয়ে ফেরেন আত্মীয়-স্বজন তখনই সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র উত্তপ্ত হয়ে ওঠে, ঘটনার খবর পেয়ে ছুটে আসে সালার থানার পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, ঘটনায় ব্যাপক উত্তেজনা সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং ঘটনার পর থমথমে রয়েছে সালার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র।