ফিচারমহানগর

রাজ্যে বাড়লো পুলকারে ভিএলটিএস বসানোর সময়সীমা

এনএফবি, কলকাতাঃ

রাজ্যে আবারও ভেহিকেল লোকেশন ট্রেকিং সিস্টেম (ভিএলটিএস) বসাবার মেয়াদ বাড়ানো হল। আগামী ৩১মে পর্যন্ত গাড়িতে ভিএলটিএস বসানোর সময়সীমা বাড়ানো হয়েছে।

যাত্রী এবং বিশেষ করে পুলকারে যাতায়াতকারী স্কুল পড়ুয়াদের নিরাপত্তার জন্য এই ব্যবস্থা খুবই প্রয়োজনীয়। শুক্রবার সকাল থেকেই পুলকারগুলিতে ভিএলটিএস বসাবার তৎপরতা দেখা গেছে।

এই প্রসঙ্গে, পুল কারস অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ দত্ত বলেন, এই ধরনের জিপিএস ব্যবস্থার সঙ্গে ২০১৭ সাল থেকেই তারা যুক্ত। ওই সময় থেকেই পুলকারগুলিতে এই ধরনের জিপিএস ব্যবস্থা লাগানো রয়েছে। কিন্তু নির্ভয়াকাণ্ডের পর কেন্দ্র সরকারের নতুন নীতি অনুসারে ২০১৯ সাল থেকে সারা দেশ জুড়ে এই নীতি প্রণয়ন শুরু হয়ে গেছে। রাজ্য সরকার এই সময়সীমা আরও দুই মাস বাড়ানোয় আজ থেকে তারা তাদের পুলকারে এই সিস্টেম লাগানো শুরু করেছেন।

পাশাপাশি জানা গেছে এই গাড়িতে বসানো থাকবে প্যানিক বাটন। এই বাটনটি কেউ টিপলেই লালবাজারে একটা অ্যালার্ট যাবে যার ফলে তাঁরা বুঝতে পারবেন যে এই গাড়িটি এই স্থানে কোনও সমস্যার সম্মুখীন হয়েছে, আর তখনই স্থানীয় থানা থেকে পুলিশ আসবে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।