এনএফবি,বীরভূমঃ
বীরভূমের মল্লারপুরে পথ দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট নয় জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বীরভূমের মল্লারপুর থানার তেলডা গ্রামের কাছে ৬০ নম্বর জাতীয় সড়কের উপর এই দুর্ঘটনাটি ঘটেছে।
জানা গিয়েছে, সোমবার বিকেলে মাঠে চাষের কাজ সেরে একটি অটোতে করে রামপুরহাটে ফিরছিলেন আটজন শ্রমিক। তাঁদের মধ্যে আট জনই মহিলা শ্রমিক ছিলেন। অটোটি রামপুরহাটের দিকে আসছিল। সে সময় সিউড়িমুখী দক্ষিণবঙ্গ পরিবহণ সংস্থার একটি বাস ওভারটেক করতে গিয়ে অটোতে ধাক্কা মারে। দুমড়ে মুষড়ে যায় অটো। রাস্তার উপর ছড়িয়ে ছিটিয়ে পড়েন অটোর যাত্রীরা। আর ওই মুহূর্তেই তাঁদের পিশে দিয়ে চলে যায় বাসটি। ঘটনাস্থলেই চালক সীতারাম হেমরম সহ আট মহিলা শ্রমিকের মৃত্যু হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। আহতদের জন্য রইল প্রার্থনা। মৃতের পরিবার ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে বলে দেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে জানানো হয়েছে ।
পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় এক শোচনীয় পথ দুর্ঘটনায় প্রাণহানির খবরে মর্মাহত। আহতদের জন্য রইল প্রার্থনা।
— PMO India (@PMOIndia) August 9, 2022
নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে দেওয়া হবে 2 লক্ষ টাকা। আহতদের প্রত্যেকে পাবেন 50 হাজার টাকা : প্রধানমন্ত্রী @narendramodi