বিজেপি বুথ সভাপতির ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ সুকান্তের
এনএফবি, দক্ষিণ দিনাজপুরঃ
বিজেপি বুথ সভাপতির রহস্যজনক মৃত্যুর ঘটনায়, পরিকল্পনা মাফিক খুনের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
জানা গেছে, মঙ্গলবার বালুঘাট ফরেস্টে ঝুলন্ত অবস্থায় স্থানীয় বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম সমীর পাহান(৪৫)।
সমীর ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কালাইবাড়ি এলাকায় বিজেপির বুথ সভাপতি ছিলেন।
এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে পরিকল্পনামাফিক খুনের অভিযোগ করা হয়েছে।
পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই মৃত্যুর ঘটনায় সরাসরি খুনের অভিযোগ করে টুইট করেছেন।
যদিও তৃণমূলের পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।