এনএফবি,পশ্চিম মেদিনীপুরঃ
কৃষি দফতরের আতমা প্রকল্পে একাধিক উন্নত মানের ফুলকপি, বাঁধাকপি,ব্রকলি থেকে শুরু করে টমেটো চাষ করে তাক লাগালো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কৃষক। চন্দ্রকোনার বাসিন্দা দেবাশীষ সামন্ত, ব্লক কৃষি দফতরের সহযোগিতায় আতমা প্রকল্পে আলু চাষ না করে প্রায় তিন বিঘা জমিতে ব্রকলি, রেড ক্যাবেজ ও উন্নত মানের টমেটো সহ বেশ কয়েক ধরনের সবজি চাষ করে তাক লাগিয়েছেন।
আরও পড়ুনঃ পিছিয়ে আসলো পুরসভা, বন্ধ হচ্ছে না দোকানপাট
ব্লক প্রশাসনের উদ্যোগে জৈব সার ব্যবহার করে উন্নত মানের এই কপি লাগিয়ে লাভের মুখ দেখছেন তিনি। শুধু তাই নয়, ব্লক প্রশাসন সূত্রে খবর ব্রকলি, রেড ক্যাবেজ সহ এই সমস্ত কৃষিজ ফসলের চাহিদা বাজারে সব সময় থাকে। এই উন্নত মানের কপি খাওয়ার ক্ষেত্রে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে মানুষের শরীরে।
আগামী দিনে ব্লক প্রশাসন ব্লকের বিভিন্ন কৃষককে এই চাষে উদ্যোগী করিয়ে কৃষকদের লাভের মুখ দেখাতে চায়, এমনিই জানালেন চন্দ্রকোনা ২ নম্বর ব্লকের কৃষি আধিকারিক শ্যাম দুলাল মাসান্তো।
শ্যাম দুলাল মাসান্তো জমি পরিদর্শন