ক্রীড়া

কলকাতা লিগে জয়ী হয়েও সংশয়ে সবুজ মেরুন শিবির

এনএফবি, স্পোর্টস ডেস্কঃ

তিন বছর পর আবার কলকাতা লিগের ম‍্যাচ খেলতে নামল মোহনবাগান। আর মাঠে নেমেই সহজ জয়। বুধবার, নৈহাটির বঙ্কিমাঞ্চলি স্টেডিয়ামে মামনি পাঠচক্রকে ৩-১ গোলে হারাল মোহনবাগান। সুমিত রাঠি, এনসং ও টাইসন একটি করে গোল করেন। পাঠচক্রের হয়ে একমাত্র গোলদাতা সুরজিত ঘোষ। ম‍্যাচের ১০ ও ১৯ (সুমিত, এনসং) মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে টাইসন গোল করে জয় নিশ্চিত করে।

প্রধমার্ধের তুলনায় পাঠচক্র দ্বিতীয়ার্ধে ভাল খেলেছে। দুটি স্ট্রাইকারে যেতেই মোহনবাগানের রক্ষণে চাপ বেড়ে যায়। আর সেই চাপেই ম‍্যাচের একমাত্র গোলটি করেন পাঠচক্রের সুরজিৎ ঘোষ। অর্থাৎ বাগানের বক্সে চাপ দিলে ভেঙে পড়বে। সামনে এখন অনেক ম‍্যাচ বাকি আছে। আছে শক্ত প্রতিপক্ষ। যতই আজ জিতুক, ডেভেলপমেন্ট দল নিয়ে মোহনবাগানের রাস্তা কিন্তু মসৃন নয়। আর সেটা বুঝেছেন বলেই বাগান কোচ বাস্তব রায় ম‍্যাচের শেষে বলে গেলেন, “আমরা এখনই চ‍্যাম্পিয়ন নিয়ে ভাবনা চিন্তা করছি না। অনেক ম‍্যাচ বাকি। আপতত আগামী ১২ তারিখ টালিগঞ্জের ম‍্যাচ নিয়ে ভাবছি।”