পঞ্চায়েত ভোটের আগে নতুন নিদান উন্নয়ন মন্ত্রীর, পাল্টা জবাব বিজেপি বিধায়িকার

এনএফবি, কোচবিহারঃ

পঞ্চায়েত নির্বাচন কড়া নাড়ছে দোরগোড়ায়। তারই আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর নিদান ঘিরে শুরু হয়েছে চরম রাজনৈতিক উত্তেজনা। ১ নম্বর ব্লকের ভিজেল ওয়ান গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের বুথ সম্মেলনে বক্তব্য রাখেন মন্ত্রী উদয়ন গুহ। তিনি ওই অঞ্চলের তৃণমূল পুরুষ এবং যুবকদের আগামী ১৫ দিনের মধ্যে প্রত্যেকটি বাড়িতে তৃণমূলের পতাকা লাগিয়ে তৃণমূলের বাড়ি হিসেবে চিহ্নিত করতে বলেন। পাশাপাশি ওই এলাকার সবকটি বুথে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যদি জয়লাভ করতে না পারে একটিতেও যদি বিজেপি বা বামেরা বা কংগ্রেস জেতে তাহলে সরষের মধ্যে ভূত আছে বলে তিনি জানান। তারা দু’দিকেরই অধিকার নিচ্ছে বলে তাদেরকে চিহ্নিত করতে বলেন তিনি।

বরাবরই সন্ত্রাসের আঁতুর ঘর বলে পরিচিত দিনহাটার বিস্তীর্ণ অঞ্চল। এবার সেখানে পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়ি চিহ্নিত করার যে নিদান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী দিয়েছেন তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে কোচবিহারের রাজনীতিতে।
এপ্রসঙ্গে তুফানগঞ্জ বিধানসভার বিজেপি বিধায়িকা মালতি রাভা রায় বলেন, উদয়ন গুহ বিতর্কিত মন্তব্য করে প্রতিদিন মিডিয়ায় জ্যান্ত থাকতে চাইছেন। যারা পতাকা লাগাতে যাবে তারা হাত ভেঙে হাঁটু ভেঙ্গে ফিরে আসবেন বলেও তিনি জানিয়েছেন। যার জন্য বাংলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ তৈরি রয়েছেন, এই বার্তাই দিয়েছেন তিনি।