অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
চলতি আইপিএলে ফের চেন্নাই সুপার কিংসের অধিনায়কের দায়িত্বে মহেন্দ্র সিং ধোনি। রবীন্দ্র জাদেজার ক্যাপ্টেন্সিতে চেন্নাই আট ম্যাচের মধ্যে মাত্র দুটো ম্যাচে জয় পায়। এরপরে ধোনিকে সিএসকে -র ক্যাপ্টেন করে ফের দলের দায়িত্ব দেয়। চলতি টুর্নামেন্টে ধোনির ক্যাপ্টেন্সিতে সিএসকে দুটো ম্যাচ খেলে একটা জিতেছে আর একটা হেরেছে। এই অবস্থায় চেন্নাই সুপার কিংসের প্রাক্তন অল রাউন্ডার তথা বর্তমানে দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ শেন ওয়াটসন মনে করেন ধোনি পরের মরশুমে হলুদ জার্সি ধারী দলের কোচ হতে পারেন। এক সাক্ষাৎকারে ওয়াটসন জানান,”চেন্নাইয়ের অধিনায়ক জাদেজা হচ্ছেন শুনে আমি অবাক হয়েছিলাম। কারণ, ধোনি যে বাতাবরণ তৈরি করেন, সম্মান আদায় করে নেন, সেই পরিবেশ জাদেজার পক্ষে তৈরি করা সহজ ছিল না জাদেজার কাছে। জাদেজা একজন ভালো ক্রিকেটার, তবে যে পরিস্থিতিতে তাঁকে পড়তে হলো তার জন্য আমার খারাপই লাগছে।”
এবারই কি ধোনির শেষ আইপিএল, প্রশ্নে ওয়াটসন জানালেন,”যখনই ধোনি তাঁর ক্রিকেট কেরিয়ার শেষ করবেন, তারপর তিনি চেন্নাই সুপার কিংসে না থাকলে আমি অবাকই হব। কেন না তিনি চেন্নাই সুপার কিংসের সঙ্গে আত্মিকভাবে জড়িয়ে। অনেক সময় ধোনির সঙ্গে কথা হয়েছে। তা থেকে এটা বলতে পারি খেলা ছাড়ার পর ধোনিকে কোচিং বা ডিরেক্টর অব ক্রিকেট পদে বা কোচিং পদে ওকে দেখা যাবে। সেটা না হলে আমি অবাক হব।“
শোনা যায় যে নিজের খেলায় আরও মনোযোগ দিতে চান সেই কারণে ক্যাপ্টেন্সি থেকে সরে দাড়ান জাদেজা। সিএসকে ঘোষণা করেছে যে জাদেজা তার খেলায় আরও মনোনিবেশ করার জন্য অধিনায়কের পদ থেকে সরে এসেছেন এবং ধোনি বৃহত্তর স্বার্থে আরও একবার ফ্র্যাঞ্চাইজির ক্যাপ্টেন্সি করবেন।
হায়দ্রাবাদ ম্যাচে চলতি আইপিএলে ক্যাপ্টেন্সি করে ধোনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের রেকর্ড ভেঙে দেন সবচেয়ে বয়স্ক ক্যাপ্টেন হিসেবে। এই মুহূর্তে তাঁর বয়স ৪০ বছর ২৯৮ দিন। এর আগে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে এত বয়সের কোনও ক্রিকেটার খেলেননি। এর আগে এই রেকর্ড ছিল সৌরভের দখলে। ৩৯ বছর ৩১৬ দিন বয়সে সৌরভ পুণের হয়ে এই স্টেডিয়ামে দলকে নেতৃত্ব দিয়েছিলেন।
২০০৮ সালে প্রথম আইপিএল থেকে চেন্নাই দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তাঁর নেতৃত্বে চার বার আইপিএল খেতাব জিতেছে চেন্নাই। গতবছর শেষবার ২০২১ সালে ধোনির নেতৃত্বে ট্রফি জেতে সিএসকে।