ক্রীড়া

কেরলকে ধন্যবাদ জ্ঞাপন নেইমারের

স্পোর্টস ডেস্ক, এনএফবিঃ

বিশ্বকাপ শুরুর আগেই বিরাট পদক্ষেপ নিয়েছিল কেরল। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং নেইমার’এর বিশালাকার কাট আউট তৈরি করে পুল্লাভুর নদীর উপরেই সেগুলি বসিয়েছিলেন কেরলের ফুটবলপ্রেমীরা। যা নজরে আসে গোটা বিশ্ববাসীর। ভারতের দক্ষিণী রাজ্যের নদীতে নিজের কাট আউট দেখে খুশি ব্রাজিলিয়ান তারকা। এই প্রসঙ্গে নিজের প্রতিক্রিয়ায় জানিয়েছেন তিনি।

বিশ্বকাপ শুরুর পরপরই আন্তর্জাতিক ফুটবল নিয়ামক সংস্থা (FIFA)’র তরফে কেরলের ফুটবলপ্রেমীদের এই কীর্তি তুলে ধরা হয়। কেরলের পুল্লাভুর নদীর একটি ছবি নিজেদের অফিসিয়াল পেজ থেকে পোস্ট করে ফিফা। যা নজরে আসে নেইমারের। নদীর উপর নিজের বিশালাকার কাট আউট দেখে কেরলের ফুটবলপ্রেমীদের ধন্যবাদ জানান ব্রাজিলিয়ান মায়েস্ট্রো। নেইমার গণমাধ্যমে একটি পোস্টে বলেন, “পৃথিবীর প্রত্যেকটি জিনিসেই শিল্প রয়েছে। অসংখ্য ধন্যবাদ কেরল, ভারত।”