এনএফবি, মুর্শিদাবাদঃ
প্রান্তিক গরিব মানুষদের বস্ত্র সংস্থানের জন্য খোলা বাজার। ‘বিনা পয়সার বাজার।’ কোন প্রকারের অর্থমূল্য ছাড়াই দুঃস্থ মানুষের জন্য, প্রয়োজনের অতিরিক্ত বাড়তি পোশাক মানুষ পৌঁছে দিয়ে যাচ্ছেন এই বাজারে। তা তুলে নিচ্ছেন অন্যরা। এমন দৃশ্য দেখা গেল ভগবানগোলা – আখরীগঞ্জ রাস্তার বাহাদুরপুরে।
বাহাদুরপুর হোপ ফাউন্ডেশন -এর পক্ষ থেকে শুরু হয়েছে ‘বিনা পয়সার বাজার’। আজকে তার চতুর্থ দিন। সংগঠনের সম্পাদক, হাসানুজ্জামান বলেন, “গোটা জানুয়ারি মাস ধরেই চলবে এই পোশাক বিতরণ কর্মসূচি।” ২০১৮ সাল থেকে পথ চলা শুরু বাহাদুরপুর হোপ ফাউন্ডেশন -এর। এর আগেও তারা বস্ত্র বিতরণ, রক্তদান, দুঃস্থ শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত বিষয়ে সাহায্য করেছেন বলে দাবি সংস্থার সম্পাদকের। বস্ত্র বিতরণের পাশাপাশি বাহাদুরপুরের এক দুঃস্থ পরিবারে মেয়ের বিয়েতে আজ আর্থিক সাহায্য করা হয় বলে জানান হাসানুজ্জামান বাবু।
নিজস্ব চিত্র নিজস্ব চিত্র
Thanks for the news coverage
Jai ho