স্থানীয়

স্থায়ী নদী বাঁধের দাবিতে জেলা শাসকের দফতর অভিযান, ভোট বয়কটের হুঁশিয়ারি

এনএফবি, জলপাইগুড়িঃ

স্থায়ী নদী বাঁধের দাবিতে,‌ ভোট বয়কটের ডাক দিয়ে বৃহস্পতিবার জেলা শাসক দপ্তরে অভিযান ধূপগুড়ির দক্ষিণ আলতা গ্রাম এলাকার ভূমি রক্ষা কমিটির। দীর্ঘদিন ধরেই জলঢাকা নদীর ভাঙ্গনে তাদের বাড়িঘর কৃষি জমি নদীর তলায় তলিয়ে যাচ্ছে বলে অভিযোগ। এই নিয়ে তারা বারংবার আন্দোলনে সামিল হয়েছিলেন। গত সেপ্টেম্বর মাসের প্রথম দিকে সেচ মন্ত্রী সেখানে গিয়ে অস্থায়ী নদী বাঁধ নির্মাণ করেন এবং স্থায়ী নদী বাঁধ নির্মাণের আশ্বাস দেন। কিন্তু স্থায়ী নদীবাঁধ নির্মাণ এখনও অধরাই রয়ে গেছে।

এ দিন দক্ষিণ আলতা গ্রাম এলাকার বাসিন্দারা ভূমি রক্ষা কমিটি জিন্দাবাদ ব্যানারে জলপাইগুড়ি জেলা শাসকের কাছে স্মারক লিপি প্রদান করেন। তাদের দাবি স্থায়ী নদী বাঁধ নির্মাণ না হলে তারা ভোট বয়কটে সামিল হবেন।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।