অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
দক্ষিণ আফ্রিকাতে করোনা ভাইরাসের নয়া রূপ ওমিক্রনের সংক্রমনের ফলে প্রোটিয়াদের দেশে ভারতের সফর নিয়ে সংশয় দেখা দিয়েছে। এই পরিস্থিতিতেও নিজেদের দেশে সিরিজ করতে মুখিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। এদিন প্রোটিয়া বোর্ডের তরফ থেকে ভারতীয় দলের জন্য উপযুক্ত বায়ো বলয় গড়ে তোলার কথা বলা হয়।
ভারত প্রথম দুটি ম্যাচ খেলবে জোহানেসবার্গ এবং সেঞ্চুরিয়নে। সেখানে দু’দেশের ক্রিকেটাররা একই হোটেলে থাকবে। তৃতীয় টেস্ট এবং সমস্ত সাদা বলের ম্যাচ হবে কেপ টাউন এবং পার্লে। সেখানেও একই ব্যবস্থা। শ্রীলংকা ও পাকিস্তান সিরিজের জন্য যে ব্যবস্থা তারা করেন, তেমনই করা হবে।নিরাপত্তার কোন ঘাটতি থাকবে না বলে জানাল প্রোটিয়া বোর্ড।